বিয়ে : আবেগ ও বাস্তবতা pdf -ফাতেমা মাহফুজ | ই-বুক সমাহার

বিয়ে : আবেগ ও বাস্তবতা pdf -ফাতেমা মাহফুজ 

লেখিকা ফাতেমা মাহফুজ এর বিয়ে নিয়ে অসাধারণ একটি ইসলামিক বই। 


বিয়ে : আবেগ ও বাস্তবতা pdf


বই সম্পর্কে:

Title বিয়ে : আবেগ ও বাস্তবতা
Author ফাতেমা মাহফুজ
Publisher প্যানসফি
ISBN  
Edition 1st print, 2017
Number of Pages 79
Country বাংলাদেশ
Language বাংলা
Formate
Size

 

বিয়ে : আবেগ ও বাস্তবতা বইয়ের রিভিউ:

আমরা প্রায়ই শোবিজের অভিনেত্রী, মডেল কিংবা গায়ক দম্পতির বিবাহ বিচ্ছেদের ঘটনা শুনি। যেমন- মিডিয়া অঙ্গনে পরিচিত মুখ নাদিয়া-শিমুল এবং হৃদয়-সুজানা জুটির বিচ্ছেদের খবর কয়েকদিনের ব্যবধানেই পত্রিকায় এসেছিলো। তারা সেলিব্রেটি বিধায় মিডিয়া মারফত আমরা জানতে পেরেছি। কিন্তু বাস্তবেই বিবাহ বিচ্ছেদ তথা তালাকের প্রবণতা বাড়ছে। একটি জরিপ থেকে জানা গেছে, অন্যান্য বিভাগের চেয়ে রাজধানী ঢাকায় তালাকের হার বেশি।

ঢাকা সিটি করপোরেশনের তথ্য মতে, পরিবার ভাঙ্গনের হার দিন দিন বাড়ছে। তালাক নেয়ার ক্ষেত্রে মহিলারা এগিয়ে। নভেম্বর ২০০৯ থেকে নভেম্বর ২০১০ পর্যন্ত ঢাকা জোন-২ এ ৩৭১টি তালাকের মামলা আসে। এর মধ্যে পুরুষ কর্তৃক রেজিস্ট্রেশন করানো হয় ১১০টি। বাকি ২৬১টি মামলা নারী কর্তৃক রেজিস্ট্রেশনকৃত। একই জোনে জানুয়ারি ২০১২ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত ১৭২টি তালাকের মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৫৯টি আসে স্বামীর পক্ষ থেকে, বাকি ১১৩টি স্ত্রীর পক্ষ থেকে।

আবার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুটি এলাকায় ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তালাক কার্যকর হয় ২৩০৯টি। এরমধ্যে ১৬৯২টি স্ত্রী কর্তৃক, আর ৯২৫টি স্বামী কর্তৃক। ২০১০ থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত তালাকের সংখ্যা ৩৫৮৯টি। এরমধ্যে ২৩৮১টি স্ত্রী কর্তৃক, আর ১২০৮টি স্বামী কর্তৃক। এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, তালাক দেয়া পুরুষ ৩০ শতাংশ, আর নারী ৭০ শতাংশ।

ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) জরিপ অনুযায়ী, ২০১৩ সালে তালাকের ৯৯.৩৫ শতাংশ নোটিশ দিয়েছেন স্ত্রীরা। ২০১২ সালে এ হার ছিল ৯৪.৫৫ শতাংশ। নারীর দিক থেকে তালাকের হার ৫ শতাংশ বেড়েছে। ২০১৩ সালে ৩ হাজার ৭৩২টি বিচ্ছেদের মধ্যে পুরুষের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয় ২৪টি। ২০১২ সালে ৩ হাজার ১৩৯টি বিয়ে বিচ্ছেদের মধ্যে পুরুষের দিক থেকে উদ্যোগ এসেছে ১৭১টি, আর নারীদের পক্ষ থেকে ২ হাজার ৯৬৮টি। (সূত্র: ইন্টারনেট)


বিয়ে : আবেগ ও বাস্তবতা বইয়ের লেখক পরিচিতি:

ফাতেমা মাহফুজ একজন প্রগতিশীল লেখিকা ও সমাজচিন্তক। পুরান ঢাকার নবাব কাটরায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি ঐতিহ্যবাহী আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসির গণ্ডি পেরিয়ে ইডেন মহিলা কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
নির্বাচিত একটি বিষয় নিয়ে চারপাশের বাস্তবতার আলোকে বিস্তারিত লেখার প্রতিভা সেই স্কুল জীবন থেকেই। ফলে স্কুলে রচনা প্রতিযোগিতায় তার প্রথম হওয়ার রেকর্ড রয়েছে। পরবর্তীতে দৈনিক পত্রিকার সাপ্তাহিক সংখ্যায় লেখার মাধ্যমে মিডিয়ায় লেখা শুরু।

 পরবর্তিতে বিভিন্ন অনলাইন নিউজ পেপারে সাংবাদিকতার দায়িত্ব পালন করেন। দৈনিক নয়া দিগন্তে নিয়মিত লেখার সুবাদে পত্রিকাটির সাপ্তাহিক পাতা 'নারী'র পক্ষে সাংবাদিকতা করেন। এরই মধ্যে সামহোয়্যারইন ব্লগ, সোনার বাংলাদেশ, আমার বর্ণমালা, টুডে ব্লগ ও বায়ান্ন ব্লগে ব্লগার হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি দারুণ জনপ্রিয়।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক কন্যা সন্তানের জননী। আদর্শ সমাজ গড়ার প্রত্যয় পরিক্রমায় এই বইটি তার প্রথম প্রকাশ। এরই মধ্যে প্যারেন্টিংয়ের ওপর লেখা একটি বইয়ের কিছু অংশ তিনি অনুবাদ করেছেন। বইটির প্রথম পর্ব বেরিয়েছে। লেখকের আরেকটি অনুদিত বই প্রকাশের অপেক্ষায়।

বিয়ে : আবেগ ও বাস্তবতা বইয়ের সূচীপত্র:

  • বায়োডাটা দেখে যায় না 
  • চেনা বিয়ের আগে সাক্ষাৎকার
  • ঘটক যখন ডাকাত 
  • বিয়ে বন্ধ করে রেখেছে
  • দাড়ি রাখলে বিয়ে করা যায় না
  • ইতি, আপনার একান্ত অনুগত.... 
  • টাকার মোহে মা-বাবাও অন্ধ 
  • অল্প বয়সে বিয়ে: সমস্যা কোথায়?
  • বিয়ের বয়স ১৬, ১৮ নাকি ২০?
  • বিয়ের আগে ভালোলাগা 
  • আন্তঃধর্ম ভালোবাসার পরিণতি
  • আমরা যখন মাথার বোঝা
  • মোহরানা পাঁচ লাখ টাকা
  • সমস্যা বরের নয় বউয়ের
  • পরশ্রীকাতরতা
  • বিয়ের দাওয়াত যেনো গিফটের বিনিময়ে খাদ্য
  • বৈবাহিক বিষণ্ণতা
  • এটা কি মানসিক রোগ?
  • নবদম্পতিদের জন্য
  • আমরা যারা ফ্রি মাইন্ডেড
  • আমি যেমন সেও তেমন আমার বউ কালো
  • এমন দৃষ্টান্ত হয়ত বিরল
  • আধিপত্য বিস্তার: শাশুড়ি বনাম বউ
  • তালাক: স্বাধীনতা নাকি স্বেচ্ছাচারিতা?
  • আমার বিয়ের সাক্ষাৎকার

Post a Comment

Previous Post Next Post