হে প্রিয় বোন আমার বই pdf - আবূ যারীফ | ই-বুক সমাহার

 

হে প্রিয় বোন আমার pdf

হে প্রিয় বোন আমার আবু যারীফ এর লেখা একটি ইসলামিক বই। 


হে প্রিয় বোন আমার বই pdf

বই সম্পর্কে:

Title হে প্রিয় বোন আমার
Author আবূ যারীফ
Publisher জ্ঞানকুটির
ISBN  
Edition 2019
Number of Pages 69
Country বাংলাদেশ
Language বাংলা
Formate
Size


হে প্রিয় বোন আমার বইয়ের রিভিউ:

হে প্রিয় বোন আমার। 

শ্রাবণের বৃষ্টিতে স্বামীকে নিয়ে রিকশায় বসে লক্ষ কোটি বছরের বৃষ্টিবিলাস, রাতের খোলা আকাশের দিকে তাকিয়ে দু'জনের হা করে জ্যোৎস্না গেলা, শেষ বিকেলের মরে আসা নরম হলুদ আলোয় দু'জন দু'জনার চোখের দিকে তাকিয়ে হাজার হাজার বছর কাটিয়ে দেয়া- তুমি যা কিছু কল্পনা করতে পারো, আর যা কিছু পারোনা, জান্নাতের সুখ ছাড়িয়ে যাবে তার সব কিছুকেই। ইচ্ছে হলে দু'জনে ঘুরে বেড়াবে জান্নাতের বাগানে। মাথার ওপর থেকে আলতো করে পড়বে গাছের ঝরা পাতা।তুমি তোমার স্বামীর কাঁধে মাথা রেখে হাঁটবে, তুমি তাকে শোনাবে শাশ্বত প্রেমের কোন কবিতা.... এ সীমাহীন ভালোবাসাকে তোমরা কিসের জন্য ছুড়ে ফেলছ? কিসের মোহে বিকিয়ে দিচ্ছো?

হে প্রিয় বোন আমার!
এক নজরে তোমার মাহরাম পুরুষদের লিস্টটা দেখে নাও। অর্থাৎ যাদের সাথে তোমার সরাসরি কথা বলা, দেখা-সাক্ষাত করা, হাসি-ঠাট্টা-মজা করা ও সফর করাকে ইসলাম বৈধতা দিয়েছে। মাহরাম ছাড়া সকল পুরুষের সামনে তোমাকে পর্দা করতে হবে এবং হবেই।
১. স্বামী (বিয়ের কারণে দেখা দেয়া, সৌন্দর্য প্রদর্শনের প্রেক্ষিতে মাহরাম
২. পিতা, দাদা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষগণ।
৩. শ্বশুর, আপন দাদা ও নানা শ্বশুর এবং তাদের উর্ধ্বতন পুরুষগণ ।
৪. আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত পুত্র সন্তান এবং আপন মেয়ের স্বামী।
৫. স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র।
৬. আপন ভাই, সৎ ভাই ।
৭. ভাতিজা অর্থাৎ, আপন ভাইয়ের ছেলে এবং সৎ ভাইয়ের ছেলে।
৮. ভাগ্নে অর্থাৎ, আপন বোনের ছেলে এবং সৎ বোনের ছেলে।
৯. এমন বালক যার মাঝে মহিলাদের প্রতি কোন আকর্ষণ নেই। (সূত্র: সূরা নূর ২৪:৩১)
১০. দুধ সম্পর্কীয় পিতা, দাদা, নানা, চাচা, মামা এবং তাদের উর্ধ্বতন পুরুষগণ। ১১. দুধ ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন পুত্র সন্তান।
১২. দুধ সম্পর্কীয় ছেলে, তার ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন পুত্র সন্তান। এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী।
(সূত্র: বুখারী হা/৫০৯৯, মুসলিম হা/১১৪৪)
১৩. আপন চাচা, সৎ চাচা ।
১৪. আপন মামা, সৎ মামা।
(সূত্র: সূরা নিসা ৪:২৩)
উপরোক্ত পুরুষরা ছাড়া অন্য সমস্ত পুরুষের সাথে ইসলামসম্মত একান্ত জরুরী প্রয়োজন ছাড়া দেখা দেয়া, হাসি ঠাট্টা, মজা করা ও সফর করা সম্পূর্ণ অবৈধ এবং
হারাম। 

নারীকে যেসব বিষয় সন্মান দিয়েছে:
  • ইসলাম মা হিসেবে নারীকে সন্মান দিয়েছে।
  • মায়ের পদতলে রয়েছে জান্নাত।
  • মা, মা, মা এবং বাবা।
  • ইসলামে নারীকে স্ত্রী হিসেবে সন্মানিত করা হয়েছে।
  • ইসলাম মেয়ে হিসেবে নারীকে সন্মানিত করেছে। 
  • ইসলাম নারীকে বোন হিসেবে, ফুফু হিসেবে ও খালা হিসেবে সন্মানিত করেছে। 


সূচীপত্র
  • ঈমান কী ও ঈমান কিভাবে আনতে হয়?
  • ঈমানের প্রকৃত স্বাদ কিভাবে লাভ করা যাবে?
  • ইসলামের দৃষ্টিতে আপনার প্রকৃত অবস্থান জেনে নিন
  • ঈমান আপনাকে আনতেই হবে!
  • জেনে নিন ইসলাম ও জাহিলিয়্যাতের পরিচয় 
  • ইসলামের পাশাপাশি জাহিলিয়্যাতকে গ্রহন করবেন না
  • ঈমান আনার পর আমালে সালেহকারীর পুরস্কার
  • মানুষ যেন আপনার রব্ব না হয়ে যায়!.
  • আল্লাহকে একমাত্র রব্ব মেনে অটল থাকার মাঝেই রয়েছে চূড়ান্ত কল্যাণ
  • শির্ক করবেন না, জান্নাত হারাম হয়ে যাবে.
  • সমাজে প্রচলিত কিছু শির্ক : যা থেকে বেঁচে থাকতেই হবে
  • কেমন পোশাক পরবেন?
  • ইসলামি হিজাবের শর্তগুলো মেনে চলুন
  • পর্দাই আপনাকে নিরাপদ রাখবে
  • পর্দা : প্রগতির অন্তরায় নয় বরং নারীর সুরক্ষা কবচ!
  • কাফন পরানোর দিনটিই যেন আপনার হিজাবের প্রথম দিন না হয়!
  • মনের পর্দা বড় পর্দা : একটি চরম মূর্খতাপ্রসূত কথা!
  • জেনে নিন আপনার মাহরাম পুরুষ কারা?
  • জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, দ্বীনি ভাই ফিতনা থেকে সাবধান!
  • জীবনসঙ্গী নির্বাচনে সতর্ক হোন
  • বিয়ে হচ্ছে না? মনমতো বিয়ের প্রস্তাব আসছে না?
  • সদ্য বিবাহিতা বোনদের জন্য নাসীহাহ
  • সুখী দাম্পত্য জীবনের জন্য নাসীহাহ
  • স্বামীর অসন্তুষ্টির কারণ হবেন না.
  • দৈনন্দিন জীবনে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নাসীহাহ 
  • দাম্পত্যে রাগ : আপনার ভূমিকা যেমন হওয়া উচিত 
  • দাম্পত্য জীবনে রাগকে যেভাবে নিয়ন্ত্রণ করবেন
  • রাগের মাথায় যে কথাগুলো কখনোই বলবেন না! 
  • মুসলিম দাঈদের স্ত্রীগণের প্রতি..
  • দ্বীন কায়েমে নারীদের তা'লীমী বৈঠকের আয়োজন করুন.
  • দু'আ কবুল হচ্ছে না? হতাশ হবেন না!
  • প্রিয়তম রাসূলের দশটি উপদেশের পাবন্দ হয়ে যান
  • আপনি অন্য বোনদেরকে দ্বীন-ইসলামের দিকে ডাকুন 
  • কাফিরদের মতো দুনিয়াকে লক্ষ্য বানাবেন না! 
  • প্রয়োজন আর চাহিদার পার্থক্য করতে শিখুন 
  • নারীরা কি উপার্জনের জন্য চাকরী করতে পারবে না?
  • একজন মুসলিম নারীর সফলতা কোথায়?
  • দৃষ্টির হিফাযতে রয়েছে অন্তরের পবিত্রতা
  • সম্পদের মোহ যেন আমাদেরকে অন্ধ না করে দেয়!
  • পাশ্চাত্যের মেকি স্বাধীনতায় প্রবঞ্চিত হবেন না
  • গুনাহ যদি হয়েই যায় হতাশ হবেন না!
  • জান্নাতের দরজাগুলো আপনারই অপেক্ষায় 
  • হতাশা ও দুশ্চিন্তা কি আপনাকে গ্রাস করে ফেলছে? 
  • অকৃতজ্ঞ না হয়ে, সবরকারী ও শোকরকারী হোন! 
  • প্রতিটা বোন হোক মূল্যবান দুষ্প্রাপ্য হীরার মতো!

নোট: 
ইসলামের স্বর্ণযুগের মুসলিমরা ইসলামি শরিয়াহ বাস্তবায়নে অগ্রসর ছিলেন । সময়ের ব্যবধানে নারীদের অধিকারগুলো ইসলামে পরিবর্তিত হয়নি ঠিকই তবে মুসলিমদের দুর্বল ঈমান এবং শরিয়তী রাষ্ট্রব্যবস্থার অনুপস্থিতিতে বর্তমানে সকল ধর্মের নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে অবহেলা, ত্রুটি-বিচ্যুতি আছে, কিছু যুলুমও সংঘটিত হচ্ছে। এর মাঝে মুসলিম নারীর অধিকার আদায় ও সংরক্ষণেও চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।
তবে এতো কিছুর পরও আশান্বিত হওয়ার বিষয় এই যে, মুসলিমদের মধ্যে দ্বীনদারি কমে যাওয়া সত্ত্বেও মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে নারীর সম্মান ও মর্যাদা আজও অটুট আছে।
মহান রব্ব আল্লাহ্ প্রত্যেক মুসলিম বোনকে ইসলামে নিজের সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হওয়ার তাওফীক্ব দিন এবং মুসলিমা হিসেবে নিজের ব্যাপারে রাব্বর নিকট জবাবদিহি করার মতো দ্বীনি যোগ্যতা ও সামর্থ দান করুন। 
আমীন।


Post a Comment

Previous Post Next Post